Bake It Best

নিয়মাবলি


বাংলাদেশের বিভিন্ন বয়সের শ্রেনীপেশার মানুষের পছন্দের তালিকায় আজ স্থান করে নিয়েছে বেকিং। এসিআই পিওর ফ্লাওয়ার স্বাগত জানায় সকল বেকিং উৎসাহীদের যারা বেকিং করতে ভালোবাসেন। এর অংশ হিসেবে এসিআই পিওর ফ্লাওয়ার আয়োজন করেছে বেক ইট বেস্ট বেকিং কম্পিটিশনের। সারা দেশ থেকে এসিআই পিওর ময়দা দিয়ে বেক করা যেকোন খাবার নিয়ে আজই অংশগ্রহন করুন আর সেরাদের সেরা হয়ে জিতে নিন নগদ এক লক্ষ টাকা পুরষ্কার।

অংশগ্রহণের নিয়মাবলি:

  • অংশগ্রহণ করার জন্য আপনার বেক করা খাবারের রেসিপি, প্রয়োজনীয় উপকরণ, খাবারের ছবি, নিজের ছবি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য* দিয়ে রেজিস্ট্রেশন মেনুতে যেয়ে রেজিস্ট্রেশন করুন অথবা প্রয়োজনীয় তথ্য acipure.bakeitbest@gmail.com – এ ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিন।
    *প্রয়োজনীয় তথ্য: নাম, বয়স, লিঙ্গ, ঠিকানা, বিভাগ, মোবাইল নম্বর, ইমেইল, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, খাবারের ছবি, রেসিপি এবং প্রয়োজনীয় উপকরণ।
  • অংশগ্রহণকারীর বয়স ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে ন্যূনতম ১৮ বছর হওয়া বাধ্যতামূলক।
  • রেজিস্ট্রেশনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৩

প্রতিযোগিতার নিয়মাবলি:

  • একজন প্রতিযোগী শুধুমাত্র একটি রেসিপি দিয়ে অংশগ্রহন করতে পারবেন।
  • রেসিপিটি অবশ্যই এসিআই পিওর ময়দা দিয়ে তৈরী হতে হবে।
  • প্রতিযোগিতার সকল বিষয়ে বিচারক ও আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

প্রতিযোগী নির্বাচনের নিয়মাবলি:

  • প্রাথমিক পর্যায়ে অনলাইন সাবমিশনের ভিত্তিতে ৫০ জন প্রতিযোগীকে সেমি ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হবে।
  • সেমি ফাইনাল রাউন্ডের জন্য বাছাইকৃত ৫০ জন প্রতিযোগীকে নিজ নিজ বিভাগের নির্ধারিত ভেন্যুতে তার তৈরী করা খাবার নিয়ে অংশগ্রহন করতে হবে।
  • সেমি ফাইনাল রাউন্ড থেকে বাছাইকৃত সেরা ১০ প্রতিযোগীকে ঢাকায় ফাইনাল রাউন্ডে লাইভ কুকিং এ অংশগ্রহন করতে হবে।



Bake it Best – Cooking Competition